ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫

বিজয়পুর বাজারে চেয়ারম্যানকে মাথায় পিস্তল ঠেকিয়ে মারধরের অভিযোগ

প্রতিবেদক
Admin
মার্চ ৬, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

সদর দক্ষিণ প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণে মাথায় পিস্তল ঠেকিয়ে এক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা রুবেল মজুমদারের বিরুদ্ধে। বুধবার দুপুরের দিকে বিজয়পুর বাজারের বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় ওই ইউপি প্যানেল চেয়ারম্যান আবু তাহের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনার পরপর রোবেল মজুমদারের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্যানেল চেয়ারম্যান আবু তাহের।

আবু তাহের বারপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগী প্যানেল চেয়ারম্যান আবু তাহের অভিযোগ করে বলেন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন বিজয়পুর বাজারের ৪নং বারপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিতরে টিসিবি কার্ডের মালামাল বিতরণ করছিলাম। এ সময় বিএনপি নেতা রুবেল মজুমদার পরিষদ ভবনে এসে পিস্তল দিয়ে আমার মাথায় আঘাত করে মারাত্মক থেঁতলে দেন এবং কিল-ঘুসি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তাকে আর্থিকভাবে নগদ অর্থ প্রদান না করলে মালামাল বিতরণের কাজ করতে দিবে না বলে হুমকি দেন। আমি তাকে বাধা প্রদান করলে তার সঙ্গে থাকা পিস্তলের মুখে আমাকে প্রাণনাশের হুমকি ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। বর্তমানে সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি জানাচ্ছি। 

অভিযুক্ত রুবেল মজুমদারের কাছে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্যানেল চেয়ারম্যানের মাথায় পিস্তল ঠেকানোর বিষয়টি সঠিক নয়। আওয়ামী লীগের লোকজনকে টিসিবির পণ্য দেওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে। 

স্থানীয় বিএনপি নেতা তুহিন মজুমদার বলেন, রোবেল মজুমদারের অপকর্মের বিরুদ্ধে সাংগঠনিকভাবে মিটিং করে ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, পরিষদে ঢুকে প্যানেল চেয়ারম্যানকে মারধর করার ঘটনাটি দুঃখজনক। দোষী ব্যক্তির বিরুদ্ধে ওসিকে আইনগত ব্যবস্থা নিতে বলেছি। 

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে টিকা নিতে সাধারণ মানুষের উপচেপড়া ভীড়

তাজুল ইসলামের বিকল্প শুধু তিনি নিজেই, আমরা সবাই তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ’

কুমিল্লায় যুবলীগ নেতা জসিম ও রবিউলের উপর হামলা

রিভলবার ও দেশীয় অস্ত্রসহ সবুজকে গ্রেপ্তার করেন পুলিশ

সাওতুল কুরআন হিফজ মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

হাজী আক্রাম উদ্দিন স্কুল এন্ড কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠিত

বিভিন্ন পেশাজীবী  মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান উপহার বিতরণ

কুমিল্লায় বিজয় পুরে ট্রেনে কাটা পড়ে ৩ স্কুল শিক্ষার্থী নিহত

কুমিল্লা নগরী ২২ নং ওয়ার্ডে টিসিবির পন্য বিতরণ

কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলা তরুণ যুবকদের হাতে মেছো বাঘ আটক