শাহ ফয়সাল কারীম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিং সংলগ্নে ঈদ উপলক্ষে ধামাকা আয়োজন নির্জন ফুড পার্ক এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে । না আসলে বুঝতে পারবেন না, এ যেন প্রকৃতির এক সমাহার। এবার ঈদুল ফিতরের দিন সকাল থেকে স্বাদের খাবার ও বিফ বিরিয়ানীসহ বিভিন্ন চাইনিজ আইটেম থাকবে । আর নয় চিন্তা, আর নয় ভাবনা, আপনার প্রিয়জন, আত্মীয় স্বজনকে নিয়ে চলে আসুন নির্জনে। নির্জনের পরিচালক ইঞ্জিনিয়ার গাজী মোঃ সুমন বলেন আমাদের রেস্টুরেন্ট হচ্ছে প্রাকৃতিক মনোরম পরিবেশ ও আমাদের মানসম্মত খাবার পরিবেশন করা হয়। পার্টি সেন্টার রয়েছে, যেকোন প্রোগ্রাম করা যায়। আমাদের রেস্টুরেন্টে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রণে রয়েছে । ঈদের দিন থেকে নিয়ে আমাদের ধামাকা আয়োজন চলমান থাকবে।