ঢাকাবুধবার , ১১ আগস্ট ২০২১

কুমিল্লা সদর দক্ষিনে আলমগীর হত্যা মামলায় জয়নাল আটক 

প্রতিবেদক
Admin
আগস্ট ১১, ২০২১ ৫:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সদর দক্ষিন উপজেলার ৬নং পূর্ব জোড়কানন ইউনিয়নের মথুরাপুর এলাকার গত বছরের আলমগীর হত্যা মামলার এজাহার নামীয় ও অভিযোগ পত্রভুক্ত ৩নং আসামী মোঃ জয়নালকে আটক করেছে কুমিল্লা সদর দক্ষিন মডেল থানা পুলিশ।

গতকাল রাত এএস আই এহতেশামুল হক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করে।আটককৃত আসামী হল,৬নং পূর্ব জোড়কানন ইউনিয়নের মথুরাপুর
এলাকার শাহ আলমের
ছেলে জয়নাল।

এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, জয়নাল একটি সিআর মামলা সহ ০৮ টি মামলার আসামী এবং তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ