শাহ ফয়সাল কারীম
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলাধীন ১১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য রিডিং বেঞ্চ বিতরণ করা হয়। পদুয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক ক্লাসরুমে প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীদের হাতে রিডিং বেঞ্চ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। এসময় ১১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের পক্ষে বেঞ্চ গ্রহণ করেন।
শিক্ষার মানোন্নয়ন বিষয় নিয়ে কার্যক্রম গ্রহণ করা হয়। এসব কার্যক্রমের অংশ হিসেবে প্রাক-প্রাথমিক ক্লাসের শিক্ষার্থীদের জন্য উপযোগী বিশেষ রিডিং বেঞ্চ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ।
উপস্থিত প্রধান শিক্ষকগণ বলেন এধরণের রিডিং বেঞ্চ প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের চমৎকার উপকরণ হিসেবে ব্যবহার করা যাবে। প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা বই নিয়ে আসতে ভুলে যায়, অনেকে বইয়ে আঁকিবুঁকি করে। যেহেতু এই রিডিং বেঞ্চে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ইংরেজি বর্ণমালা সহ সংখ্যা প্রিন্ট করা থাকে, তাই এটি শিশুদের পাঠদানের জন্য বিশেষ উপযোগী হবে।
এদিকে শিক্ষার্থীদের এধরণের বেঞ্চ উপহার পেয়ে আনন্দের সাথে পড়াশোনায় মেতে উঠতে দেখা যায়।