শাহ ফয়সাল কারীম
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে বুধবার সকাল ১১ টা সময় সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা থেকে ২২নং ওয়ার্ডের জনগণের প্রিয় কাউন্সিলর প্রার্থী মোঃ আজাদ হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন । কাউন্সিলর প্রার্থী মোঃ আজাদ হোসেন ফরম সংগ্রহ করে সাংবাদিকদের কাছে বলেন নগরী
২২নং ওয়ার্ডের মানুষের ভালোবাসা পেয়ে আমি নির্বাচনে এসেছি । তাই আগামী ১৫ জুন আপনারা ভোট দিয়ে আমাকে যেভাবে এখন ভালো বেসেছেন, এই ভাবে আমাকে জয় যুক্ত করে আপনাদের পাশে থেকে উন্নয়নের কাজ করার সুযোগ দিবেন। এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুল মালেক ভূঁইয়া,২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদ মজুমদার,সাধারণ সম্পাদক গাজী ছাদেকুর রহমান,সহ-সভাপতি নির্মল চন্দ্র ঘোষ,সুরুজ মিয়া, মোঃ শফিকুল আলম, আব্দুল কাদের মজুমদার বুলু, আব্দুল হক খন্দকার বকুল, প্রবীণ আওয়ামী লীগ নেতা মাহবুল হক মজুমদার,বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক মৈশানসহ নগরী ২২ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।