স্টাফ রিপোর্টার
কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে কুমিল্লা পূর্ব জেলা ও মহানগর বাংলাদেশ খেলাফত মজলিস যৌথ আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির হিসেবে আল্লামা মামুনুল হক সহ সকল কারাবন্দি আলেমদের মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন জেলা সভাপতি হাফেজ অলিউল্লাহ । আলোচনা সভায় নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন সরকারের উদ্দেশ্য করে বলেন এদেশে সংগ্রামী মহাসচিব হেফাজত ইসলামের সাবেক যুগ্ন মহাসচিব আল্লামা মামুনুল হকসহ শত শত আলেম-ওলামাকে কারাবন্দি করে রাখা হয়েছে। রিমান্ডের নামে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। যার ফলে তারা কারাগারে মানবেতর জীবনযাপন করছে। সরকার ওলামাদের কারাগারে বন্দি করে চরম দৃষ্টান্ত দেখাচ্ছে অথচ দুর্নীতিবাজ ও লুটপাটের কারণে দেশের মানুষ দিশেহারা তাদের বিচার হয় না অপরদিকে করোনা মহামারীতে বাংলাদেশসহ বিশ্বের দিশেহারা এমন পরিস্থিতিতে ওলামাদের
মুক্তি দিয়ে আল্লাহর গজব থেকে দেশকে রক্ষা করুন। বিলম্বে তাদের মামলা প্রত্যাহার করে মুক্তি না দিলে কঠিন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে এবং তাওহীদি জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন করে কারা বন্দি ওলামাদের মুক্ত করা হবে।