ঢাকাবৃহস্পতিবার , ৮ জুলাই ২০২১

লকডাউনের দ্বিতীয় ধাপের প্রথম দিনে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ 

প্রতিবেদক
Admin
জুলাই ৮, ২০২১ ১২:৪৫ অপরাহ্ণ

শাহ ফয়সাল কারীম
কুমিল্লা সদর দক্ষিনে  চলমান লকডাউনে লকডাউনের দ্বিতীয় দফার প্রথম দিনে  জনসচেতনতা বৃদ্ধি ও সরকারি নির্দেশনা পালনে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনার পাশাপাশি দরিদ্র-অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান উপহার বিতরণ করছেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ ও মহিলা  ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার    অভিযানে অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ জানান,স্বাস্থ্যবিধি ও সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে, সেই সাথে প্রধানমন্ত্রীর ত্রান উপহার হতদরিদ্র-অসহায় ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিতরন অব্যাহত থাকবে।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার  জানান,করোনাভাইরাসের বিস্তার গোটা বিশ্বকে মানবিক সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।যার ফলে গরিব লোকদের পক্ষে কাজ ছাড়া হাত গুটিয়ে ঘরে বসে থেকে নিজের ও পরিবারের খাবার জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।সেজন্য  অসহায় মানুষের মাঝে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করছি

সর্বশেষ - সারাদেশ