ঢাকাবুধবার , ৭ জুলাই ২০২১

তিতাসে নিরীহ অটোরিকশা চালকের জায়গা দখলের অভিযোগ

প্রতিবেদক
Admin
জুলাই ৭, ২০২১ ১১:৩৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক।

কুমিল্লার তিতাস উপজেলার বন্দরামপুর গ্রামের নিরীহ অটোরিকশা চালক অহিদ মিয়ার জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে।

তিনি তিতাস উপজেলা প্রশাসনের সহায়তা চেয়েছেন।

তিনি জানান, বিগত ৭ বছর যাবত অহিদ মিয়ার বাবা কৃষক সহিদ মিয়া মামলা করেছেন রহম আলী, করম আলী ও আবু হানিফের বিরুদ্ধে। মামলা রায়ের অপেক্ষায় আছে। কিন্তু গতকাল জোর করে অনধিকার প্রবেশ করে আবু হানিফগংরা আমাদের ১১ শতক জায়গার উপর জোর করে ওয়াল নির্মাণ করেছে। আমরা বাঁধা দিতে গেলে তারা আমাদেরকে মারতে আসে। এখন আমরা নিরুপায়। ৪২৮ দাগ হালে ৬৯৯ দাগে ১১ শতক জায়গা আমাদের পৈতৃক সম্পত্তি। সিএস, আরএস এবং দলিলমূলে আমরা মালিক। কিন্তু করম আলীগংরা প্রতারণা করে বিএস জরিপে তাদের নামে উঠিয়েছে। তখন আমরা ছোট ছিলাম এসবের কিছুই বুঝি না। আমরা আমাদের জায়গা ফেরত চাই। তাদের টাকার কাছে আমরা আর পারছি না।

এই বিষয়ে অভিযুক্ত হানিফ মিয়া বলেন, ১১ শতক জায়গা নিয়ে আদালতে মামলা চলছে। মামলার রায় যার পক্ষে যায় সেই জায়গা পাবে। তবে আমরা নিরাপত্তার জন্য পূর্বে থাকা ওয়ালটি সংস্কার করেছি মাত্র। ওয়ালটি ফেঁটে ঝুকে ছিল, পাশেই ৩ টি গ্যাসের লাইজার, যে কোন মূহুর্তে দূর্ঘটনা ঘটতে পারে তাই ওয়ালটি সংস্কার করেছি। আমার দাদার দাদা ১৯৪৮ সালে এই জায়গা ক্রয় করেছেন। বিএস, দলিল এবং দখলমূলে আমরা ভোগ দখলে আছি। এত বছর কিছুই বলেনি, এখন হয়রানি করছে।

তারা ৫-৭ টি মামলা করেছে, সবগুলো খারিজ হয়ে গেছে। শুধুই আমাদেরকে হয়রানি করছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত
Forex CFD торговля Биткоины, индексы, нефть, золото

Forex CFD торговля Биткоины, индексы, нефть, золото

হাজী আক্রাম উদ্দিন স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের ১ ম সভা

কুমিল্লা সদর দক্ষিণে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা চালক কিশোরের মরদেহ উদ্ধার

7 распространенных ошибок в техническом анализе часть 1 ВведениеТехнический анализ ТА явля

7 распространенных ошибок в техническом анализе часть 1 ВведениеТехнический анализ ТА явля

কুমিল্লায় মাতৃভাষা দিবসে ককবরক মাতৃভাষা স্কুলের কাজ শুরু

কুমিল্লা নগরী ২৫নং ওয়ার্ডে অটো সি.এন. জি চালকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

Пин Ап казино Pin Up и букмекерская контора официальный сайт Пинап К

Пин Ап казино Pin Up и букмекерская контора официальный сайт Пинап К

শোকের মাসে বঙ্গবন্ধুর প্রতি মাগফেরাত কামনা করি, মোঃ আবুল কালাম

কুমিল্লা নগরী ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত