স্টাফ রিপোর্টার
কুমিল্লার বুড়িচংয়ে একটি পরিত্যক্ত জমি থেকে রুবেল মিয়া নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুবেল মিয়া কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার এলাকার মনির হোসেনের ছেলে।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১১ টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে সোমবার (৫ জুলাই) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দুপুরে বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।