স্টাফ রিপোর্টার
কুমিল্লা নগরী ২২ নং ওয়ার্ড পদুয়ার বাজার বিশ্বরোড শ্রীবল্লভপুর পশ্চিম পাড়া সোমবার সকাল বেলা দারুল ইহসান ইসলামিয়া মাদরাসার অভিভাবক মতামত ও ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অএ মাদরাসা প্রিন্সিপাল মুফতি ইলিয়াস রাজাপুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম মাদরাসার মুহাদ্দিস মুফতি আবু নাঈম। এই সময় উপস্থিত ছিলেন নগরী ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ আলম মজুমদার, সাবেক কাউন্সিলরআব্দুল মালেক ভূইয়া,তরুণ বক্তা মাওঃ- হযরত আলী আনসারী,পদুয়ার বাজার জামে মসজিদের খতীব মাওঃ-আব্দুর রহমান, মুফতি সালমান বিন মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃকামাল মাস্টার, কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য দুলাল হোসেন অপু, কুমিল্লা সদর দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহ ফয়সাল কারীম,জান্নাতুন নাঈম মহিলা মাদরাসার পরিচালক মাওঃ-সালমান আব্দুর রহমান,কুমিল্লা আইডিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু জাফর,কুরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ইউসুফ মাহমুদ,নির্জন ফুড পার্ক এন্ড চাইনিজ রেস্টুডেন্টের পরিচালক ইঞ্জিনিয়ার গাজী সুমন, গাজি ফারুক আহমেদ,গাজি আমির হোসেন, হাফেজ মোঃ আনোয়ার হোসেন, মাওলানা আল – আমিন,মাওলানা তোফাজ্জল আহমেদ, হামদ -নাত পরিবেশন করেন শিল্পী আরাফাত মজুমদার, শিল্পী সাকিব আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা বলেন কুরআনের প্রতিটি আয়াতে যেমন রয়েছে বিশ্বমানবতার হেদায়াত ও মুক্তির বারতা তেমনি কুরআন তিলাওয়াতে রয়েছে বিশ্বাসীদের জন্য অফুরান সওয়াব ও পুরস্কারের ঘোষণা।আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম কুরআন তিলাওয়াতে : হজরত মুহাম্মদ (সা.)-এর উম্মতের শ্রম কম আর সম্মানী বেশি।
,